নচ ডিসপ্লে রাখছে না নকিয়া!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছর স্মার্টফোনের বাজারে চলছে নচ ডিসপ্লের ট্রেন্ড।

বেশিভাগ ব্র্যান্ডের ফোনে রয়েছে নচ। তবে অনেক গ্রাহক নচ পছন্দ করেন না। তাদের জন্য সুখবর নিয়ে হাজির হতে যাচ্ছে নকিয়া। ধারণা করা হচ্ছে, নকিয়া ৯ ও নকিয়া এক্স৭ ডিভাইসে থাকবে না নচ।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে নকিয়ার দুই ফোনের ডিসপ্লে প্যানেলের ছবি দেখা গেছে। এতে দেখা যায়, ডিভাইস দুইটিতে নচের বদলে রয়েছে ফুল ভিউ ডিসপ্লে।

নকিয়া ৯ এইচএমডি গ্লোবালের সবচেয়ে আলোচিত স্মার্টফোন। ডিভাইসটিতে থাকতে পারে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ৬.১ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে নিরাপত্তা সুবিধা দিতে মিলবে কনিং গরিলা গ্লাস প্রযুক্তি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির পাশাপাশি ব্যাকআপ সুবিধা দিতে থাকতে পারে ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ৪১, ২০, ৯.৭ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা । মিলবে ৪এক্স অপটিক্যাল জুম ও এলইডি ফ্ল্যাশ।

তবে নকিয়া এক্স৭ ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। নকিয়ার পক্ষ থেকে বিস্তারিত কোন তথ্য না আসলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই ডিভাইসটি উন্মোচন হতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে