টিফিনের টাকায় ৯৬ হাজার চারা রোপণ

রংপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মুজিবশতবর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় নগরীর তাজহাট জমিদার বাড়িতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রংপুর জেলার কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও ধর্ষণবিরোধী শপথ নেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, তারা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ৬১টি জেলায় ৯৬ হাজার ৩০০ চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী রবিউল হাসান রিপন, তাজহাট জমিদার বাড়ির সহকারী কাস্টোডিয়ান এস এম হাসনাত, সংগঠক মৃদুল অধিকারী, লাল-সবুজ উন্নয়ন সংঘের রংপুর জেলার সহ-সভাপতি মারুফ মীর, পীরগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, পঞ্চগড় শাখার ক্রীড়া সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

 

সূত্রঃ জাগো নিউজ