টঙ্গীতে কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার চারতলা থেকে আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার সকালে এ দুটি মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এ দিন সকালেও কারখানার পূর্ব পাশের ভবনের আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল থেকে আগুন নিয়ন্ত্রণে থাকলেও আগুনের কালো ধোঁয়ার কুণ্ডলী এখনো দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিয়ে কালো ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কারখানার দক্ষিণ পাশের ছয়তলা ভবনের চারতলা থেকে সকাল পৌনে ৭টার দিকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে গত রাতে সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজমের নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল পর্যবেক্ষণের পর প্রস্তুতি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আজ থেকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেবেন।

শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকার ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার নিচতলায় বিস্ফোরণের পর আগুন লাগে।

সূত্র: এনটিভি