ঝুঁকি সত্ত্বেও কিয়েভ ছেড়ে বের হলেন জেলেনস্কি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রোববার খারকিভে সম্মুখভাগের যোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে রাশিয়া। রুশ হামলা শুরুর পর রাজধানী কিয়েভে অবস্থান নেন জেলেনস্কি।

অবশেষে যুদ্ধ শুরু হওয়ার ৯৫ দিন পর কিয়েভ ছেড়ে বের হলেন তিনি। গেলেন খারকিভে।

রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাকে ক্ষমতাচ্যুত করার মিশন নিয়ে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া।

কিন্তু তাদের কিয়েভ অভিযান সফল হয়নি।

যেহেতু জেলেনস্কি রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিলেন ফলে তিনি কিয়েভে সবসময় ভারি অস্ত্রবহনকারী সেনাদের নিয়ে চলাফেরা করেন। কারণ তার জীবনের উপর ঝুঁকি আছে। কিন্তু সেই ঝুঁকি মাথায় নিয়েই  কিয়েভে ছেড়ে বের হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

খারকিভে গিয়ে সেখানে থাকা সেনাদের ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি তাদের বলেন, আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন। আপনাদের সেবার জন্য সকলকে ধন্যবাদ জানাই।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে জেলেনস্কি সেনাদের উপহার তুলে দেন।

 

সুত্রঃ যুগান্তর