আফ্রিকা-মধ্যপ্রাচ্যের চেয়ে ইউক্রেনে যে কারণে বিশ্বের নজর

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, বিশ্বের সকল সভ্য দেশের মিশন হলো রাশিয়াকে থামানো।

মাইখাইলো পোদোলায়েক টুইটারে লিখেছেন, রাশিয়াপন্থিরা একটি প্রশ্ন করে, আফ্রিকা এবং পূর্বের (মধ্যপ্রাচ্য) চেয়ে বিশ্ব কেন ইউক্রেনের ওপর এত নজর দিচ্ছে?

এ প্রশ্নের উত্তরে জেলেনস্কির এ উপদেষ্টা লিখেন, ইউক্রেনের যুদ্ধ কোনো আঞ্চলিক দ্বন্দ্ব না। এর মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বিশ্ব কেমন হবে।

তিনি আরও জানান, যদি রাশিয়াকে এ যুদ্ধে জয়ী হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বে একের পর এক সমস্যা তৈরি হবে এবং বিশ্ব আবার পুরনো অন্ধকার যুগে ফিরে যাবে।

তিনি আরও জানান, যদি রাশিয়া ইউক্রেনে জয় পায় তাহলে, বিশ্বের যে কোনো স্বৈরাচারী আঞ্চলিক দ্বন্দ্ব বাধাতে উস্কানি পাবে, অন্য দেশ দখল করার সাহস পাবে অন্য জাতিকে নির্মূল করে দেবে।

এরপরই তিনি বলেন, বিশ্বের সকল সভ্য দেশের মিশন হলো রাশিয়াকে থামানো। এখনো হাতে সময় আছে। তবে আমাদের দ্রুত করতে হবে।

 

সুত্রঃ যুগান্তর