ঝিনাইদহে জঙ্গি মেস মালিক ও ইমামকে জেল হাজতে প্রেরন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের সোনালীপাড়ার জঙ্গী আস্তানা বলে পরিচিত মেস মালিক কাওসার আলী ও স্থানীয় মসজিদের ইমাম রোকনুজ্জামানকে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

 
ঝিনাইদহের কোর্ট ইন্সপেক্টর আশরাকুল বারী সিল্কসিটি নিউজকে জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশ আজ সন্ধ্যা ৬ টার দিকে মেস মালিক কাওসার আলী ও স্থানীয় মসজিদের ইমাম রোকনুজ্জামানকে আদালতে হাজির করে। এ সময় আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

 
উল্লেখ্য-গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে জেলা শহরের পাগলাকানাই এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। ঐ দিন রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।

 
অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, উক্ত মেসে গুলশান ও শোলাকিয়ায় নিহত ২ জঙ্গি নিবরাস ও আবির দীর্ঘদিন ভাড়া থাকত বলে জিজ্ঞাসাবাদে মেস মালিক ও মসজিদের ইমাম জানিয়েছিলেন।
স/শ