জয়পুরহাটে ২ জন নিহতের ঘটনায় থানায় মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনের পর আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনায় রবিবার রাতে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আত্তাবের ছেলে গোলাম রব্বানী। ওই মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দেড় শতাধিক। মামলার পরপরই পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে উদয়পুর ইউনিয়নের পূর্বকৃষ্ঠপুর গ্রামের আলহাজ রোমজান আলীর ছেলে ওমর আলীকে (৪৭) গ্রেফতার করেছে। মামলার পর থেকে মোসলেমগঞ্জ বাজার এলাকা জনশূণ্য। আজও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

প্রথম ধাপে কালাই উপজেলাা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিয়ে বিজয়ী উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সাথে উদয়পুর ইউপির চেয়ারম্যান ওয়াজেদ আলী ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক গ্রুপের দ্বন্দ্বে গত শনিবার রাতে মোসলেমগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানের গ্রুপের সমর্থক আত্তাব উদ্দীন ও রতন মহন্ত নামে দু’জন নিহত হন এবং আরও ১০ জন আহত হন। ওই ঘটনায় নিহত আত্তাবের ছেলে গোলাম রব্বানী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

নিহত আত্তাবের ছেলে ও মামলার বাদী গোলাম রব্বানী বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের নাম ধরে মামলা করেছি। তাদের যেন আইনের মাধ্যমে সঠিক বিচার হয়। এই চাওয়া আমার মায়ের।’

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ওই ঘটনার পর থেকে আজও মোসলেমগঞ্জ বাজারে অতিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।

স/শা