বাগমারায় কমিউনিটি পুলিশিং’র উদ্যোগে আলোচনা সভা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগমারা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু তালেব প্রামানিক, রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীর কমিউনিটি পুলিশিং কর্মকর্তা উপ-পরিদর্শক আয়নাল হক প্রমুখ।

সহকারী উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক আতাউর রহমান, আব্দুল খালেক, সানোয়ার হোসেন, মামুন, পিএসআই রেজাউল করিম রাজু, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী এবং কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটিকে সহযোগীতা করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুলিশ সব সময়ই জনগনের পাশে রয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার বিরোধী কর্মকান্ডে সকলকে সজাগ হয়ে পুলিশের সহায়তায় কাজ করার আহ্বান জানানো হয়।

স/শা