জয়পুরহাটে শ্রমিক ধর্মঘটে সব রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
ঢাকায় পরিবহন ভাংচুরের প্রতিবাদে জয়পুরহাটে সকাল থেকে মালিক-শ্রমিকদের ডাকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাংচুর করায় শ্রমিক ও মালিকদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ কারণে জয়পুরহাট থেকে দুরপাল্লা ও আঞ্চলিক বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ পরিবহন ধর্মঘটে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছাতে পারছেন না বলে জানিয়েছেন যাত্রীরা। বাড়তি ভাড়া দিয়ে রিকশা অটোরিকশায় করে গন্তব্যে পৌছাতে হচ্ছে তাদের।

ধর্মঘটের বিষয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক জহুরুল ইসলাম জানান, ঢাকায় বিভিন্ন পরিবহনে ভাংচুর করা হয়েছে। আমরা নিরাপত্তার স্বার্থে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছি।

একই কথা জানালেন জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক দেওয়ান বেদারুল ইসলাম বেদিন। তিনি জানান, পরিবহনের নিরাত্তার জন্য অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
স/শ