জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটে ’শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তথ্য সচিব মোঃ আবদুল মালেক।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ রশিদুল হাসান, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার। জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ মাসুদুল হক তথ্য চিত্রের মাধ্যমে জেলায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের সফল বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

স/অ