জয়পুরহাটে নৈশ্যপ্রহরী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শনিপুকুর এলাকায় এক নৈশ্যপ্রহরীকে হত্যা করায় সেই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেকের থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায়ের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে দিলবর হোসেন (৩৫), একই গ্রামের আসাদ হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০) ও কসের আলীর ছেলে সিদ্দিক হোসেন (৫০)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, হিন্দা কসবা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গোলাম রব্বানী উপজেলার শনিপুকুর এলাকার একটি মাঠে কৃষি সেচযন্ত্র পরিচালনার জন্য নৈশ্যপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে তার দায়িত্ব পালনকালীন ২০১৩ সালের ৩ জুলাই রাতে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা রব্বানীকে গলা কেটে হত্যা করেন। পরের দিন ৪ জুলাই নিহতের বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ধরে ওই মামলার শুনানী শেষে আদালতের বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামিদের পক্ষের আইনজীবি হিসেবে ছিলেন এ্যাডভোকেট এ ই এম খলিলুর রহমান।

স/শা