জয়পুরহাটে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি জনতার মুখোমুখি এমপি স্বপন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

‘জনতার মুখোমুখী’ শীর্ষক অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের বিগত ৯ বছর ৮ মাসের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী সংসদ নির্বাচন এবং সরকারের অর্জন ও করণীয় প্রসঙ্গ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ অনুষ্ঠানের আয়োজন করেন কালাই উপজেলার পুনট ইউনিয়ন আওয়ামীলীগ।

রোববার বিকেলে কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাফী মন্ডলের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিকেল ৩টায় পর্যায়ক্রমে প্রশ্নোত্তর পর্বের জবাব দেওয়া শুরু করেন।

এ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জনসাধারণ এলাকার শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, রাস্তা-ঘাট নির্মাণ, মাদক, দুর্নীতির বিষয়সহ আগামী সংসদ নির্বাচন নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। তিনি জবাবে সমাধানের ব্যাপারে জনতাকে আশ্বস্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র খন্দকার হালিমূল আলম জন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম, পুনট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশাসহ অন্যরা।

এর আগে তিনি দুপুরে ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনের তালশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে একই ধরণের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

স/শা