জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা বিষয়ক কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাচঁবিবিতে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় পাচঁবিবি পৌর কমিউনিটি সেন্টারে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কতৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ)’র কার্যালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

পাচঁবিবি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিসিএ’র এর কার্যালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন কর্মকর্তা খালেদ হোসেন চৌধুরী ও পাচঁবিবি এন এম সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের নিগার সুলতানা।

কর্মশালায় মেয়েদেরকে ডিজিটাল অপরাধ সর্ম্পকে সতর্ক থাকা, কম্পিউটার ও ডিজিটাল তথ্য প্রযুক্তি সর্ম্পকে মেয়েদেরকে সচেতনতার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হয়। এসময় পাচঁবিবি এন এম সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেয়।

স/অ