জয়পুরহাটে তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ শিবিরের সমাপনি

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হওয়া তীরন্দাজের খোঁজে ১০ দিনব্যাপি তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে।
রবিবার দুপুরে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি ঘোষনা করেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান ।

স্টেডিয়াম সভাকক্ষে এই উপলেক্ষ এক সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দল্লাহেল বাকী। এসময় ক্রীড়া সংস্থার কর্মকর্তা প্রশিক্ষণনার্থী ও আরচ্যারী প্রশিক্ষক বক্তব্য রাখেন।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড প্রজেক্টের’ আওতায় এ প্রশিক্ষণ শিবির শুরুহয় ২৭ এপ্রিল। জেলার ৩৬টি বিদ্যালয়ে ও বিভিন্ন ক্লাবের প্রায় দুইশ ছাত্র ছাত্রীর মধ্যে বাছাই করে ২০ জনকে ১০দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে ।

এরমধ্যে তিন জনকে সেরা আরচ্যার হিসেবে বাছাইকরা হয়েছে। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়।

স/অ