জয়পুরহাটে ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড, ৮০ লাখ টাকার ক্ষতি

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের আমতলী এলাকায় অবস্থিত গ্রাজুয়েট ডায়াগনেস্টিকস অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

গ্রাজুয়েট ডায়াগনেস্টিকস অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের নৈশ্যপ্রহরী সোহাগ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, ল্যাবরেটরিতে ভটাশ করে শব্দ হওয়ার পর ধোয়া দেখতে পান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। বিষয়টি অন্যান্য কর্মকর্মাদেরও জানানো হয়।
গ্রাজুয়েট ডায়াগনেস্টিকস অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আতাউর রহমান বলেন, রাত ৩ টার সময় ডায়াগনস্টিকস সেন্টারের দ্বিতীয় তলায় ল্যাবরেটরির ভিতরে বৈদ্যুতিক সংযোগস্থলে একটি শব্দ হয়ে অগ্নি সংযোগ ঘটে।

 

জয়পুরহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর জাহানুর ইসলাম জানান, বৈদ্যুতিক সংযোগস্থলে শর্টসার্কিট হয়। এরপর থেকেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

পুড়ে যাওয়া যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে ফ্রিজ, কম্পিউটার, প্রিন্টার, হরমন এনালাইজার, হিউমিনিডিটি ফায়ার, পেইজ মিটার, সেন্টিফিউজ মেশিন, ল্যাব রোডেটর, ক্লোরোমিটার, ইলেক্ট্রোরাইড মেশিন এবং পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন ক্যামিক্যালস ও রি-এজেন্ট। তাৎক্ষনিক ভাবে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তা আতাউর রহমান।

স/অ