জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে পরাজিত ৪ কাউন্সিলরাই এখন বিজয়ী

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে তথ্য গোপন ও ভোট জালিয়াতির মামলার রায়ে এক নারীসহ ৪ কাউন্সিলরকে বাতিল করে তাদের নিকটতম পরাজিত প্রার্থীদের বিজয়ী ঘোষনা করেছে জয়পুরহাট নির্বাচনী ট্রাইবুনাল আদালত।

 

আজ বুধবার বিকেলে নির্বাচনী ট্রাইবুনালের বিচারক জান্তাতুল ফেরদৌস ইবনে হক এ রায় প্রদান করেন।

 
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মোশারফ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, ২০১৫ সালে ৩০ডিসেম্বর জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫জন পরাজিত কাউন্সিলর প্রার্থী ভোট কারচুপি, জাল ভোট প্রদান ও তথ্য গোপনের অভিযোগ তুলে বিজয়ীদের বিরুদ্ধে এ বছরের ২৪ জানুয়ারী জয়পুরহাট নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন।

 
বিচারকালে অভিযোগের সত্যতা প্রমানিত হলে জনার্কীন আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে নির্বাচন ট্রাইবুনালের বিচারক ওই নির্বাচনে নিকটতম পরাজিত সংরক্ষিত নারী কাউিন্সিলরসহ চার জনকে  বিজয়ী ঘোষনা করেন।

 
আদালতের রায়ে ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মমতাজ বেগমের স্থলে জান্নাতী বেগম, ১ নং ওয়ার্ডে মামুনুর রশিদ  জিয়ার স্থলে আমিরুল ইসলাম খাঁন, ২ নং ওয়ার্ডে রেজাউল করিমের স্থলে দাদে এলাহী এবং ৩ নং ওয়ার্ডে  রেজাউল করিমের স্থলে ফেরদৌস আলমকে কাউন্সিলর হিসেবে ঘোষনা করা হয় বলে জানান জেলা নির্বাচন অফিসার ।
স/শ