“জ্যৈষ্ঠের কাঁঠালে ওপাড়ার দূরন্তরা মাখে গোঁফে তেল “

 

রফিকুল ইসলাম

পৌষের বিকেলের হিমেল বাতাস, সেই বাতাসে ওড়ে মায়ের হাতের পিঠার ঘ্রান…

মাঘের কুয়াশামাখা হাড়কাঁপুনি ঠান্ডায় জুবুথুবু বাড়ির বিড়াল ছানা

শীতের সকালে খেজুর রসে ভেজা দাদির হাতের মুড়ি, ওহ কি দারুন।।

ফাল্গুনের ঝরা পাতা দিনে দেবদারুর বাগানে দূরন্ত কিশোরদের লাফালাফি

চৈত্রের খরতাপে দুপুরে মুখ লুকিয়ে রই তরুলতা

বসন্তের ফুল বাগানে কোকিল করে ডাকাডাকি।।

বৈশাখের ঝড়ে লুটিয়ে পড়েছে ধান, সেই ধানে নতুন স্বপ্ন দেখেন বাবা চাষি..

জ্যৈষ্ঠের কাঁঠালে ওপাড়ার দূরন্তরা মাখে গোফে তেল

গ্রীষ্মের পাকা আমে ছোট্ট সোনামনিদের নাক-মুখ মাখা-মাখি।।

আষাঢ়ে মেঘের গর্জন, ও গর্জনে ভীত রাখাল হাঁকায় গরুর পাল

শ্রাবনে মেঘ গুড় গুড়, অঝোরে বৃষ্টিতে হাবু-ডুবু খাল-বিল…

বর্ষায় নানীর হাতে খেতে মজা তাজা কৈ-এর ঝাল।।

ভাদ্রের তালপাকা গরম, এমন গরমে বাতির টিমটিমে আলোয় হাতে হাতে ঘুরে পাখা..

আশ্বিনের সকালটা ভেসে গেলো গহিনের বানে

শরৎ এলো বুক ফুলিয়ে, ও গাঁয়ের মেলায় যেতে নানার হাতে হাত রাখা।।

কার্তিকের সকালে দুমুঠো কড়কড়া ভাত মুখে ঠেলে লাঙ্গল কাঁধে দৌড়ায় চাষি…

অগ্রহায়নের নতুন ধানে ভরেছে এবার কৃষাণীর গোলা

হেমন্তের সন্ধ্যায় বৈঠক ঘরে হুঁকার টানে দাদার গলায় এলো কাশি।।

জেএ/এফ