জোরপূর্বক জমির মালিকানা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:


নিজের জমি জোরপূর্বকভাবে অন্যে মালিকানা দাবি তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মালিক ভুক্তভোগিরা। রোবাবর (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হড়গ্রাম নগরপাড়া জমির উপরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি খালেদুন নেসার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জমির মালিক খালেদুন নেসার পক্ষে স্বামী আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন- শাহিন ইসলাম, ফারুক হোসেন ও সুজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- দুই নম্বার ওয়ার্ডের তফশিল ভুক্ত ৫১ নম্বর হড়গ্রাম মৌজায়-০.৫৬৮১ একর (পৌনে দুই বিঘা) সম্পত্তি রয়েছে। তফশিল সম্পত্তি মৌজা ৫১ নম্বর হড়গ্রাম প্রজার খতিয়ান এস, এ-২৬৭, আর, এস-৯৮০, প্রস্তাবিত-৭৪১৫, হোল্ডিং নম্বর ৭৪৮২, খারিজ কেস নম্বর ২৪৩২/৯১/২০১০-২০১১ ইং, দাগ নম্বর এস,এ- ৪৮১, আরএস ১৭১৫ (এক হাজার সাতশ পনের) রকম বাগান, পরিমান-০.৫৬৮১ একর।

এই সম্পত্তির যাবতীয় সঠিক কাগজপত্র থাকার পরেও হড়গ্রাম নগরপাড়ার মৃত আজিজুল হকের ছেলে রিয়াজুল ইসলাম ও মেরাজুল হক নিজের সম্পত্তি দাবি করছেন। এনিয়ে তারা প্রভাব খাটিয়ে হয়রানিমূলক বাধা প্রদান ছাড়া চাঁদা আদায়ের চেষ্টা করছে। বাধা প্রদানকারীদের তফসিল ভুক্ত সম্পত্তির বিপরীতে কোন প্রকাশ কাগজপত্র নেই। এনিয়ে বিষয়টি সমাধানের চেষ্টাকালে তারা জমির প্রকৃত কাগজ দেখাতে ব্যার্থ হয়েছে।

এবিষয়ে রিয়াজুল ইসলাম বলেন- এটা আমার বাবার কেনা সম্পত্তি। সেখানে অনেকগুলো গাছ লাগানো ছিলো। গত ১৬ মার্চ ২২ টা গাছ কাটা হয়েছে। আব্দুর রাজ্জাক জমি নিজেদের দাবি করছে। তবে বিষয়টি নিয়ে থানায় বসা হলে তারা কাগজপত্র দেখাতে পারেনি।

স/আ