জে জে জাহিদ হাসানের কবিতা ‘অঙ্কুরিত প্রেমের জবাব’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

একটা কবিতা লিখবো তুমি কী চরন হবে?
একটা নদী পাড়ি দেবো তুমি কী নাও হবে?
একটা প্রেমের ফুল ফোটাবো তুমি তার কলি হবে?
একটা উপন্যাস লিখবো তুমি কী তার নায়কা হবে?
একটা গান লিখবো তুমি কী তার গায়িকা হবে?

একটা জ্যোৎস্না ভরা রাতে লুকোচুরি খেলবো তুমি কী চাঁদের আলো হবে?
একটা প্রেমের মন্দির গড়বো তুমি কী তার পূজারী হবে?
একটা আকাশে রংধনুতে সাজাবো তুমি কী রং হবে?

একটা প্রেমের পাহাড় গড়বো তুমি কী তার পাথর হবে?
একটা প্রেমের মরুভূমি গড়বো তুমি কী তার বালি হবে?
একটা প্রেমের রচনা লিখবো তুমি কী তার সারাংশ হবে?

কবি: জে জে জাহিদ হাসান, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত।