জীবনটা হতে হবে মচমচে, মচমচে বলতে অবশ্যই ব্যালেন্স রেখে

আপনি যা চাইবেন; তা কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে এনে দিবেই। করোনাকালীন সময়ে সবচাইতে বড় সমস্যা ছিলো রাতের ঘুম। গত ৫ মাস একদিনও রাতে ঘুমাতে পারিনি। তবে গতকাল রাত থেকে আবার শিডিউল ঠিক হয়ে গেলো। আলহামদুলিল্লাহ।

ভোর বেলা ঘুম থেকে উঠা, সারাদিন নিজেকে ব্যস্ত রাখা। এখন আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার প্ল্যান করা। জীবনটাকে আমি কখনো সাজাতে চাইনি, জীবন আমাকে সাজিয়েছে বারবার। তবে এবার যেনো আবার নতুন করে। একেবারে নতুন সবকিছু। নতুনত্বের স্বাদ কে না পেতে চায়? তবে আমার বেলায় ঠিক ২-৩ বছর পরপরই হুটহাট সবকিছু বদলে ফেলার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। একঘেয়েমি জীবন কে চায় বলুনতো? জীবনটা হতে হবে মচমচে। তবে এই মচমচে বলতে অবশ্যই ব্যালেন্স রেখে। জীবন থেকে ততটুকুই নেয়া প্রয়োজন যতটুকু আপনি ডিজার্ভ করেন। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যোগ্যতা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাবে, আর লোভ পৌঁছাবে অলক্ষ্যে…

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন