জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে ‘সম্প্রীতি বাংলাদেশ’র শোক

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্প্রীতি বাংলাদেশ। এক শোক বার্তায় সংগঠনটি জানিয়েছে, মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোক বর্তায় জিয়াউদ্দিন তারিক আলীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। বিবৃতিতে সম্প্রীতি বাংলাদেশ উল্লেখ করেছে, একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য নিভৃতচারীতারিক আলী সবসময় নিজেকে প্রচার থেকে দূরে রেখেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই ছিল তাঁর সারাজীবনের লড়াই।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক আবদুল মান্নান, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক আরমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, সাবেক সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, মো. হেলালউদ্দিন, সাইফ আহমেদ, অনয় মুখার্জী প্রমুখ।

 

সূত্রঃ কালের কণ্ঠ