জিনগত কারণে করোনায় নারীরা বেশি সুবিধা পাচ্ছেন

করোনাভাইরাসে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত ও মৃত্যুর হার বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, পুরুষদের আক্রান্ত ও মৃত্যুঝুঁকি বেশি। যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা গুরুতর হচ্ছেন বেশি। পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকি থাকে। তাঁরা বেশি ধূমপান ও অ্যালকোহল পান করেন। এসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাঁদের মৃত্যুঝুঁকিও বেশি। জিনগত কারণে নারীরা বেশি সুবিধা পাচ্ছেন।

সায়েন্স ডিরেক্ট ডটকমের গ্লোবাল হেলথ রিপোর্টের বরাত দিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘ পুরুষদের আক্রান্ত হওয়া, গুরুতর হওয়া এবং মৃত্যুঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো- পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাঁরা হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন। তাই তারা আক্রান্ত বেশি হন। এ ছাড়া জিননগতভাবে নারীদের বেশি ইমিউনিটি থাকে। ডাবল এক্স ক্রোমোজমের জন্য নারীরা এ সুবিধা পেয়ে থাকেন।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৪১২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ১৯ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর