বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জামায়াতের হরতাল শুরুর পর বিএনপির সমর্থন

Paris
অক্টোবর ১২, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ সমর্থনের কথা জানান।

রিজভী বলেন, ‘সরকার ভয় ও শঙ্কা ছড়িয়ে দিয়ে সারাদেশে রাজত্ব কায়েম করতে চাচ্ছে। এ জন্য জামায়াত ও বিএনপির নেতাদের গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকারের ইশারায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন জনগণের ইচ্ছাই নয়, তাদের (সরকারের) ইচ্ছাই বেছে নিতে হবে।’

রুহুল কবীর রিজভী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। যেখানে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার এক বিবৃতিতে বৃহস্পতিবার সারাদেশে হরতালের ডাক দেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। দলটির আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়