জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না : কাদের সিদ্দিকী

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

আজ বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে ভোট হয়নি। তাতে আপনার সুনাম হয়নি, বদনাম হয়েছে। মানুষ যাতে ভোট দিতে পারে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনি যদি তা করতে পারেন বঙ্গবন্ধুর চেয়েও আপনার বেশি সুনাম হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও আপনাকে এখনো বহু মানুষ ভালোবাসে। কিন্তু কিছু দুষ্ট লোকের কথায় ভুল কাজ করলে সে ভালোবাসা থাকে না। বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমা দিতে পারতাম কিন্তু আমি তার পায়ের সামনে অস্ত্র জমা দিয়েছি। আমি মনে করি অস্ত্রের কোনো শক্তি নেই। অস্ত্র যারা চালায় তাদের শক্তি রয়েছে। অস্ত্র চালিয়েছি শেখ মুজিবুর রহমানের নির্দেশে। অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড়। তাই আমি তার পায়ের সামনে অস্ত্র জমা দিয়েছি।’

তিনি উপজেলা ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা সখীপুরের মানুষকে খোঁচা দিয়েছেন। এসব বন্ধ করেন, তা না হলে পরিণতি ভালো হবে না।’

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন।

সূত্র: কালের কণ্ঠ