জাতীয় দলের ভাবনা নেই; তাই ডাক্তারের ছুরির নিচে যাচ্ছেন না মাশরাফি

আরো দুই বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আনুষ্ঠানিক অবসর না নিলেও ৩৮ বছর বয়সী মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে জাতীয় দল আর ভাবছে না। মাশরাফি সেটা মেনেই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন। তবে বাগড়া দিচ্ছে পুরনো চোট।

পিঠের ব্যথা নিয়ে বিপিএলে খেলেছেন। সেই ব্যথা থেকে মুক্তি পেতে সার্জারি করা দরকার। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য আপাতত সার্জারি করাচ্ছেন না সাবেক এই অধিনায়ক।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের অনুশীলন শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এটার (চোট) সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, বিপিএলে খেলেছি। লেংথ যখন ঠিকমতো হিট করতে পারি, তখন মনে হয় আমি ঠিক আছি। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বল যদি জায়গামতো না পড়ে তখন মনে হয় যে, নাহ, শেষ। ডিপিএলে আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম, শুধুই ভালো লাগা থেকে খেলছি। আমার কোনো লক্ষ্য নেই। ‘

আগামীকাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাশরাফিকে একাদশে দেখা যেতে পারে। ক্রিকেটকে উপভোগ করা নিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের পরের ম্যাচ কাল। এখন পর্যন্ত আশা করছি খেলব। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে, যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সব সময় উপভোগের। দেখা যাক কত দিন খেলতে পারি। ‘

এক পর্যায়ে মাশরাফি নিজেই স্বীকার করেন, জাতীয় দলে ফেরার তাড়া যেহেতু নেই, তাই সার্জারিও তার জন্য জরুরি না। ম্যাশ বলেন, ‘চিকিৎসা করিয়ে এসেছি। সার্জারি লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে তাই মানিয়ে নিয়ে যতটা সময় খেলা যায় সেই চেষ্টা করব। এরপর ঘরোয়া ক্রিকেট থাকবে না, বড় বিরতি পাব। এখন অপারেশন করালে হয়তো ঘরোয়া ক্রিকেট খেলতে পারতাম না। এ জন্য ম্যানেজ করে যতটুকু খেলা যায়। যেহেতু জাতীয় দলের কোনো ভাবনা নেই, সার্জারি থেকে যতটা দূরে থাকা যায় আর কি। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ