করোনা মোকাবেলায় আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে : স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের ৮০ শতাংশ জনগণকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চান্দিনার মহিচাইলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অন্তবিভাগের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। করোনা মোকাবেলায় বিভিন্ন দেশের তুলনায় আমরা এগিয়ে।

এ পর্যন্ত আমরা দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। মহিচাইলের ২০ শয্যা হাসপাতালটি চালুর মাধ্যমে চান্দিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হবে।

এ সময় কেক কেটে ও শিশু কিশোরদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু জন্মদিন উদযাপন শেষে বিশেষ দিনে হাসপাতালটির অন্তবিভাগের কার্যক্রম উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, করোনার টিকা দেশে আপনা আপনি আসেনি। এটার জন্য অনেক পরিশ্রম ও ত্যাগ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় রাজস্ব তহবিল থেকে ২০ হাজার কোটি টাকার ভ্যাকসিন কিনে আনতে সক্ষম হয়েছি।

এ সময় বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।

 

সূত্রঃ কালের কণ্ঠ