জাকার্তায় সেমিফাইনালে শোভন-রাব্বি

ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ-প্রি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্না। দুজনেই উঠেছেন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে। বাছাইপর্বে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন। ৬২০.৩ স্কোরে ষষ্ঠ হয়েছেন রাব্বি।

দেশের অভিজ্ঞ শুটার আব্দুল্লাহ হেল বাকি এই টুর্নামেন্টে অংশ না নেওয়ায় শোভন ও রাব্বির উপর ছিল সব প্রত্যাশা। দুজনেই আস্থার প্রতিদান রাখতে সক্ষম হয়েছেন।

বাছাইপর্ব পার হওয়া আট জনের মধ্যে সেরা হয়েছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ, তার স্কোর (৬২৫.৯)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে সিঙ্গাপুরের ওয়াং ঝেন ও গাই তুয়ানরাই। তাদের স্কোর যথাক্রমে ৬২৪.৪ ও ৬২২.৭। চতুর্থ স্থান দখল করেন ইন্দোনেশিয়ার শুটার গুসতাফিয়ান ফাতুর। সর্বশেষ প্রতিযোগী সিঙ্গাপুরের মারাত ভেলেসো, ৬১৮.৩ স্কোর করেছেন তিনি।

সেমিফাইনালে ওঠা ৮ জন দুইভাগে ভাগ হয়ে ফাইনালে ওঠার জন্য লড়বেন। শোভন চৌধুরী খেলবেন সেমিফাইনালের এক নম্বর এবং রাব্বি খেলবেন দুই নম্বর সেমিফাইনালে। দুই গ্রুপ থেকে শীর্ষ দু’জন করে চারজন ফাইনালে অংশ নেবেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ