রবিবার , ১৪ মার্চ ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জনসম্মুখে বিয়ের প্রস্তাব-আলিঙ্গন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুই শিক্ষার্থী!

Paris
মার্চ ১৪, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দেওয়া ও আলিঙ্গন করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পরে তাদের বহিষ্কার করা হয়।

জানা যায়, বহিষ্কারের ঘটনাটি গত শুক্রবারের। ভাইরাল ভিডিওটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পরপরই ব্যবস্থা গ্রহণ করে তারা। প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানানো হয় এক বিবৃতিতে।

ভিডিওটিতে দেখা যায়, জনসম্মুখে লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফুল দিয়ে হাঁটু গেঁড়ে বসে এক ছাত্রকে বিয়ের প্রস্তাব দেন এবং ছাত্রটি সেই প্রস্তাবে রাজি হলে তারা একে অপরকে আলিঙ্গন করে নিজেদের আনন্দের মুহুর্তটিকে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত অনেকেই তাদের এই মুহূর্তটিকে ক্যামেরায় বন্দি করে ফেলেন।

 

বহিষ্কার করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন ওই দুই শিক্ষার্থী। এক টুইটে তাদের একজন জানান, আমরা কোনো ভুল করিনি এবং এর জন্য আমরা অনুতপ্ত নই।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - বিচিত্র