জনবল নিয়োগ দেবে বিজিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ৯৩তম ব্যাচে সিপাহি পদে  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত পদে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম  

৯৩তম ব্যাচে সিপাহি

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।(মহিলা ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য)

শারীরিক যোগ্যাতা :  

পুরুষ প্রার্থীর সাথে-

উচ্চতা : ১.৬৭৬ মিটার(৫ ফুট ৬ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি )

ওজন : ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)

বুকের মাপ : স্বাভাবিক ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেন্টিমিটার (৩৪ইঞ্চি)

উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)

দৃষ্টিশক্তি :  ৬/৬

মহিলা প্রার্থীর সাথে-

উচ্চতা : ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)

ওজন : ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)

বুকের মাপ : স্বাভাবিক ৭১.১২ সেন্টিামিটার (২৮ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেন্টিামিটার (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)

দৃষ্টিশক্তি :  ৬/৬

বেতন

জাতীয় বেতন স্কেল  ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

ভর্তির তারিখ ও স্থান : এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী  আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ ১০টা  হতে  ১৫ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ ৪টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে। বিস্তারিত পত্রিকায় দেখুন।

আবেদনের শেষ তারিখ 

আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।