‘জঙ্গী হোক নিধন’

আপেল মাহমুদ অপু

 

তনু কি বলেছিলাম, মনে পড়ে?

তোমার হত্যার বিচার চাইতে;

চিৎকার করে গলা ফাটিয়ে,

বড্ড ক্লান্ত হয়ে,

সবাই ঘুমিয়ে পড়বে একদিন,

আবার কারো সর্বনাশা চিৎকারে জেগে উঠবে,

ঘুম ভেঙ্গে গেছে ইতিমধ্যে মিতুর আর্তচিৎকারে।

একে একে চলে গেলো এরা সবাই,

সীমা,পূর্নিমা, তনু আর সবশেষে মিতু।

তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে,

অনেকের চোখেই সেদিন বান ডেকেছিলো কান্নার,

শোকের নদীতে ঝাপ দিয়ে বোবা কান্নায় ফুঁপিয়ে উঠেছিলো,

রাজপথ দখল করে নিয়েছিলো সেসব প্রতিবাদী আমজনতা,

তাদের বজ্রকন্ঠের উচ্চারিত স্লোগানে প্রকম্পিত চতুর্দিক,

চিৎকার করতে করতে তোমাদের হত্যার বিচার না পেয়ে,

অবশেষে ক্লান্ত হয়ে যে যার ফিরে গেছে ঘরে।

এভাবেই পালাক্রমে চলছে একের পর এক ধর্ষণ,

করছে তারা পাশবিক নির্যাতন,

নির্বিকারে চলছে মানুষ হত্যা আর মানুষ গুম,

আবার নতুন করে আমার সোনার বাংলার

নিরীহ মানুষের উপর জঙ্গীদের নগ্ন হামলা,

মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে

পড়ে আছে খন্ড বিখন্ড রক্তাক্ত লাশ,

রেষ্টুরেন্টে জঙ্গী হামলা,

ঈদগাহে জঙ্গী হামলা,

শপিংমল থেকে শুরু করে

দেশের সর্বত্র জঙ্গী হামলার পায়তারা,

কোথাও নেই কোন নিরাপত্তা?

ভয় আর সঙ্কোচে কাটে প্রতি মুহুর্ত,

দেশটাকে যেন ওরা বানাতে চায় আফগানিস্তান,

ইসলামের নামে আমাদের কোমলমতি সন্তাদের

করছে ব্রেনওয়াশ,

যত্রতত্র ওদের হাতে তুলে দিচ্ছে মারণাস্ত্র,

মানবিক মূল্যবোধ আজ কোথায় গিয়ে দাড়িয়েছে!

ইসলামের নামে ওরা ছড়াচ্ছে বিভ্রান্তি সর্বোত্র,

ওরা কি ইসলামকে বাচাতে এগুলো করছে?

তাহলে কেন এ রক্তপাত?

কেন মানুষ হত্যা?

পবিত্র কোরানেতো রয়েছে মানুষ হত্যা মহা পাপ!

তাহলে কি তারা নেমেছে ক্ষমতা হস্তানরের ব্যবসায়?

নাকি কি নেমেছে তারা আমার দেশের এক্সিট দখলের নেশায়?

আর আমাদের নেই ভাবার সময়;

জেগে উঠো সবাই,

শুনতে কি পাও যুদ্ধের দামামা বাঁজছে গ্রামে গঞ্জের প্রতিটি ঘরে ঘরে,

সকলে অস্ত্র তুলে নাও হাতে;

নেমে পড়ো রাস্তায়,

রুখে দাড়াও ঐ জঙ্গিবাদের বিরুদ্ধে,

প্রতিরোধ গড়ে তোল ঐ ক্ষমতালোভী -রক্তপিপাসুদের বিরুদ্ধে,

জনমত গড়ে তোল ঐ বিদেশী অনুপ্রবেশকারীর বিরুদ্ধে,

যারা আমার সোনার বাংলাকে

তাদের ঘাটি হিসাবে ব্যবহার করতে চায়।

আমার স্বাধীন দেশের পতাকা আমি বিবর্ণ দেখতে চাইনা,

দেখতে চাইনা এই পবিত্র মাটিতে ঐ পরাজিত শত্রুর পদ চিহ্ন,

আর আমি শুনতে চাইনা তনু,

পূর্নিমার মতো,

কোন ধর্ষিতা বোনের আর্তচিৎকার।

এই স্বাধীন বাংলাদেশে –

তনু,পূর্ণিমা আর মিতুদের হত্যার বিচার চাই,

এই মানুষ গুমের বিচার চাই,

বিচার চাই নিরীহ মানুষ হত্যার,

নিঃশেষ করে দিতে চাই সন্ত্রাসবাদ,

চিরতরে শেষ করে দিতে চাই এই জঙ্গিবাদ।।