ছোট্ট সোনা হুমায়রা।। মুকতার আলী

ছোট্ট সোনা হুমায়রা
তার মুক্ত ঝরা হাঁসি,
বাবা,মা ও আমরা সবাই
তাকে অনেক ভালোবাসি।

আধো আধো মুখের কথা
শুনতে লাগে বেশ,
যেন বসন্তের কোকিলের গান
আছে এখন ও তার রেস।

কচি হাতের পরস পেয়ে
মণ ভরে যায় সুখে,
এক পৃথিবী ভুল হয়ে যায়
সে আসলে ছুটে বুকে।

তার পায়েরই ছুটে চলায়
পুর্ণ যেন ঘর,
যে দেখে এই সোনার পুতুল
সে আর থাকেনা পর।

এমন মায়াভরা মুখটি যেন
সাত রাজারই ধন,
পুর্ণ হলো সেই বাবা, মা
তাদের স্বার্থক এ জনম।

মহান প্রভু তাকে কভু
কষ্ট দিও না,
তার সুখেতে হোক না সুখী
সারা দুনিয়া।।