ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাটাখালি ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি খোকোনুজ্জামান মাসুদ এবং পৌর ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলামের রাজুর বাড়ির সামনে বোমা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষেভ মিছিল করেছে মাসকাটাদিঘী ৪নং ওয়ার্ডবাসী। সোমবার বিকেল ৬টায় মাসকাটাদিঘী এলাকা থেকে বিক্ষেভ মিলিল বের হয়ে কাটাখালী বাজারে এসে সবাবেশ করে।

 

খোকোনুজ্জামান মাসুদ বোম হামলা্র বিষয়ে জানান, কে বা কারা আমাদের বাসার সমনে বোমা ফাটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। তাবে ইদানিং মাসকাটাদিঘী মসজিদের সভাপতি ছিলেন, জামায়াত নেতা তাকে সরিয়ে বর্তমানে অামি এ মসজিদের সভাপতি হয়েছি। এছাড়া এলাকায একটি খাস জমি আছি যা দখলমুক্ত করার জন্য প্রশাসনিক ভাবে চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনার পরিপেক্ষিতে এ বোমা হামলা হতে পারে বলে অাশংঙ্কা  করছি।

 

উল্লেখ্য, গতকাল রোববার রাত ৮টার দিকে কাটাখালি ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি খোকোনুজ্জামান মাসুদ এবং পৌর ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজুর মাসকাটাদিঘীর বাড়িতে দুর্বৃত্তরা পর পর দু’টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স/অ