ছবিতে রাজশাহীর পূজা মন্ডপ সমূহের প্রতিমা

নিজস্ব প্রতিবেদক:

শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজা। আজ মহাসপ্তমী। সকাল থেকে পূজারিরা পূজা শুরু করেন। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা করা হচ্ছে। এছাড়াও দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে উৎসবে-আনন্দে মেতে ওঠবে সবাই।

রাাজশাহীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। দেবী দূর্গার প্রতিমাগুলোও শিল্পীর মায়ায়। বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শণ করে প্রতিমার ছবি তুলে ধরা হলো পাঠকদের জন্য।

নবরুপ: নগরীর সুলতানাবাদ এলাকার নবরুপ পূজা মণ্ডপ।

লাঠিয়াল মন্ডপ: নগরীর বেলদারপাড়া রোড সংলগ্ন লাঠিয়াল মণ্ডপের প্রতিমা।

ফুদকি পাড়া কালী মন্দির: নগরীর ফুদকিপাড়া সংলগ্ন কালী মন্দিরের প্রতিমা।

গীতাঞ্জলি: নগরীর ফুদকি পাড়া পার হয়ে মুন্নুজান স্কুল সংলগ্ন মুক্তমঞ্চের পাশে রয়েছে গীতাঞ্জলি মন্ডপ।

পদ্মামন্দির: ফুদকি পাড়া পার হলেই ঘোষপাড়া এলাকায় পদ্মামন্দির। মূলত এটি পদ্মা কালী মন্দির নামেই পরিচিত।

পরিজাত: পদ্মা মন্দির ও গঙ্গা মন্দিরের মাঝ খানে তৈরী করা হয়েছে পরিজাত মণ্ডপ। সুজজ্জিত এ মণ্ডপটির ফটকটি সাজানো হয়েছে গ্রাম্য পরিবেশের আদলে।

পরিজাত: পরিজাত মন্ডপের ভেতরে চলছে পূজার প্রস্তুতি।

গঙ্গা মন্দির: ঐতিহ্যবাহী গঙ্গা মন্দিরের প্রতিমা।

নিহারীকা: কুমারপাড়া মোড় থেকে পূর্ব পার্শ্বে এলেই দেখা মিলবে নিহারীকা মন্ডপের।

কসমস: ঢাক ঢোল আর উলু ধ্বনিতে মুখরিত কসমস মন্ডপ। আলুপট্টি মোড় থেকে দক্ষিন পার্শ্বে গেলেই দেখা মিলবে কসমস মন্ডপের।

রী বরদা কালী মাতা মন্দির: কুমারপাড়া মোড় থেকে অল্প খানেক দক্ষিনে রী রবদা কালী মন্দির।

উৎসর্গ: বোয়ালিয়া থানার মোড় হতে পূর্ব পার্শ্বের গলিতে উৎসর্গ মন্ডপ। বিশালাকার ফটকের মাঝখানে দেবী দুর্গার মুখ। আর সেই সাথে দৃষ্টিনন্দিত প্রতিমা।

প্রতিশ্রুতি: বোয়ালিয়া থানার পেছনে রথবাড়ির পার্শ্বে প্রতিশুতি মন্ডপের প্রতিমা।

জোড়া শিব মন্দির: প্রতিশ্রুতি মন্ডপ পার হয়ে ঘোড়ামারা পোষ্ট অফিস সংলগ্ন জোড়া শিব মন্দির।

পাঁচু মন্ডল আখড়া মন্দির: ঘোড়ামারার পাঁচু মন্ডল আখড়া মন্দির।

স্বপ্ন কুঠির: বিদ্যার দেবী স্বরস্বতী হলেও নগরীর বেলদার পাড়া এলাকায় বইয়ের প্রতিচ্ছবি মন্ডপের ফটকে তুলে ধরেছেন স্বপ্ন কুটির সংঘ। তাতে স্থান পেয়েছে গ্রাম বাংলার পরিবেশ, শিশুদের জন্য রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ছুটি আর খান মুহাম্মদ মঈনুদ্দীনের কানা বগির ছা।

স্বপ্ন কুঠির: স্বপ্ন কুঠির সংঘের তৈরী দেবী দূর্গার প্রতিমা।

দিগন্ত: ঘোড়ামাড়া থেকে পূর্ব দিকে দিগন্ত মন্ডপ।

টাইগার: প্রতিবার দূর্গাপূজায় ব্যাতিক্রম কিছু আয়োজন করে টাইগার। এবারে দূর্গাপূজায় ভারতের জনপ্রিয় সিনেমা বাহুবালীর কিছু দৃশ্য ফটকে তুলে ধরেছেন টাইগার মন্ডপ কমিটি। তারা মনে করছেন জনপ্রিয় এই সিমেনার প্রতি আকর্ষণ যেমন সবার তেমনি রাজশাহীর এই টাইগার মন্ডপের প্রতিও আবর্ষণ থাকে সবার। নগরীর রানীবাজার মোড়ে সাজানো ফটকটি দেখতে সকল শ্রেণীর মানুষের ঢল ছিল সকাল থেকেই। আর সেই সাথে রাতের আলোকসজ্জা এই মন্ডপের চিত্রটাই যেন পাল্টে দিয়েছে।

টাইগার: টাইগার মন্ডপের ভেতরের প্রতিমা।

এরোহেড: নগরীর অলোকার মোড় সংলগ্ন এরোহেড মন্ডপ। গত বছর ফটকের জন্য দেবী দূর্গার মুখ নিয়ে আসলেও এবারে শুধু প্রতিমাকেই আকর্ষণীয় করেছেন তারা।

আদিকালী দূর্গাস্থান: নগরীর ষষ্ঠীতলা এলাকার আদিকালী দূর্গাস্থান।