চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে জায়গা হয়নি রোনালদোর!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সদ্য শেষ হওয়া মৌসুমের সেরা গোলের মালিক হয়েছেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরেও উয়েফা নির্বাচিত ২৩ সদস্যের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম সেরা দলে জায়গা হয়নি এই পর্তুগিজ সুপারস্টারের। উয়েফা ডটকমে সমর্থকদের ভোটে লিঁওর বিপক্ষে রোনালদোর দুরপাল্লার দর্শনীয় একটি গোল সেরা হিসেবে বেছে নেয়া হয়। রোনালদোর গোলটি অন্যদের তুলনায় প্রায় চার লাখ ভোট বেশি পেয়েছিল।

সিরি-আ লিগের একমাত্র খেলোয়াড় হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন আটালান্টার অধিনায়ক পাপু গোমেজ। কোয়ার্টার ফাইনালে খেলা এই অধিনায়ক সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন। উয়েফা টেকনিক্যাল অবজারভার প্যানেল প্রতি মৌসুম শেষে এই সেরা দলটি বাছাই করে। আর এক্ষেত্রে স্বাভাবিক ভাবেই পর্তুগালে অনুষ্ঠিত ফাইনাল এইটের দলগুলোর উপরই এবার বেশি জোর দেয়া হয়েছে। সমান ৮টি করে ম্যাচ খেললেও রোনালদোর পরিবর্তে ফরোয়ার্ড হিসেবে লিওনেল মেসিকেই বেছে নিয়েছে প্যানেল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম সেরা দল :
গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), ইয়ান ওবলাক (আতলেটিকো মাদ্রিদ), আঁতোয়ান লোপেজ (লিঁও)।
ডিফেন্ডার : আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ভার্জিল ফন ডিক (লিভারপুল), আনহেলিনো (আরবি লিপজিগ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), দাইয়া উপামিকোনো (আরবি লিপজিগ)।
মিডফিল্ডার : থিয়াগো আলচানতারা (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি), হোসাম অয়ার (লিঁও), লিয়ন গোয়েতজা (বায়ার্ন মিউনিখ), মার্সেল জাবিৎসার (আরবি লিপজিগ), মারকুইনহোস (পিএসজি), পাপু গোমেজ (আটলান্টা), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড : সার্জি গ্যানাব্রি (বায়ার্ন মিউনিখ), রবার্ট লিওয়ানদোস্কি (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), নেইমার (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

 

সূত্রঃ কালের কণ্ঠ