চালু হচ্ছে ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোল্ট্রি বিষয়ে রিপোর্টিংয়ে জন্য প্রথমবারের মতো ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬’ প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)।

 

আগামী সেপ্টেম্বর মাসে দৈনিক সংবাদপত্র, টিভি, রেডিও, বার্তা সংস্থা বা অনলাইন নিউজ পোর্টাল ও পোল্ট্রি ম্যাগাজিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে।

 

বিপিআইসিসি’র মিডিয়া অ্যাডভাইজার মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

দৈনিক সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা ও ঢাকার বাইরে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে।

 

টিভি ও রেডিওতে দুইটি প্রতিবেদনে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আর বার্তা সংস্থা বা অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবেদনে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩০ হাজার টাকা।

 

এছাড়া পোল্ট্রি ম্যাগাজিনে প্রতিবেদনের জন্য ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

 

প্রাইজমানি ছাড়াও পুরস্কারপ্রাপ্তদের মেডেল, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে বলে জানান বিপিআইসিসি’র মিডিয়া অ্যাডভাইজার মো. সাজ্জাদ।

 

২০১৫ সালের ১ আগস্ট থেকে ২০১৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য মনোনীত হবে।

 

আগামী ১১ আগস্টের মধ্যে বিপিআইসিসি, মেগা ডেমিসিল, ফ্ল্যাট-বি৬, প্লট-৯১, রোড-৪, ব্লক-বি, নিকেতন, শুলশান-১’ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি প্রতিবেদন পাঠানো যাবে।

সূত্র: বাংলা নিউজ