চারঘাটে পদ্মায় নৌকাডুবিতে নিহত ৭ জনই ভারতীয়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট ও বাঘা প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে নৌকাডুবিতে নিহত সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের সকলেই ভারতীয় বলে জানা গেছে।

  • নিহতরা হলেন, ভারতের মূর্শিবাদ জেলার জলঙ্গী থানার খয়ের কলা এলাকার আব্দুস সোবহানের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫), একই এলাকার ছলিম উদ্দিন (৩৮), মোরছালিন (৪৩), শাহেদ আলী (২৮), নগেন (৪৫), হান্টু (৪০) ও মাকসুদুল (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা সিল্কিসিটি নিউজকে জানায়, সোমবার দিবাগত গভীর রাতে ভারতের বামনাবাদ সীমান্ত এলাকা হয়ে কয়েকজন লোক একটি নৌকায় করে চরে আসছিলেন।

  • এসময় ওই এলাকার একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়। এছাড়াও সাঁতরে তীরে উঠে আসেন আরো কয়েকজন। 

এদিকে রাজশাহী বিজিবির অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, ভারতের বামনাবাদ বিএসএফ ক্যাম্পের সামনে বামনা নদীতে এই নৌকা ডুবি হয়েছে। ওই নৌকায় ২০-২৫ জন ভারতীয় পাটকাটা শ্রমিক চরে যাচ্ছিলেন।

স/আর