চারঘাটে গভীর পানিতে মিললো এক বস্তা ফেন্সিডিল, আটক ১


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে পুকুর থেকে এক বস্তা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব এ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম (৩০)। তিনি চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার এরশাদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর চারঘাট থানার ইউসূফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুকুরপাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ করে বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই টিম ঘটনাস্থলে উপস্থিতিত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন সেখান পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আমিনুল ইসলামের পুকুরের পানির নীচে বস্তার মধ্যে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। বস্তাটি উদ্ধারের পর সেখানে দেখা যায় পানির নিচে ২৭১ বোতল ফেন্সিডিল তারা লুকিয়ে রেখেছিল।

পরে আরিফুল ইসলামকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।