চারঘাটে এনজিও’র ঋণ পরিশোধে ব্যার্থ হয়ে যুবকের আত্মহত্যা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে আসাদুল ইসলাম নামের এক যুবক এনজিও লোন পরিশোধে ব্যার্থ হয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার অনুমপমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম পদক্ষেপ এনজিও থেকে ৩০ হাজার টাকা, কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ২০ হাজার টাকা, গ্রামীণ ব্যাংক থেকে ২০ হাজার টাকা, স্থানীয় আজিজুল হকের কাছে থেকে ২০ হাজার টাকা, বেলাল আলীর স্ত্রীর কাছে আট হাজার টার্কা্ ঋণ নেয়। তার প্রতি সংপ্তাহে এক হাজার ৭০০ টাকা কিস্তি দিতে হয়। ঋণের কিস্তি দিতে না পারলে তাকে বিভন্নি কথা শুনিয়ে দেয় গ্রহীতারা।

আসাদুল ইসলামের স্ত্রী টুনী বেগম বলেন, ঋণের টাকার জন্যই আমার স্বামী আত্মহত্যা করেছে। এছাড়া আমার স্বামী নেশা করত।

চারঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, অভাব ঋণের পরিশোধে ব্যার্থ হয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। তবে এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স/অ