চাটমোহরে ৬ ফুট লম্বা অজগর, আতঙ্কে পিটিয়ে মারল গ্রামবাসী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার চাটমোহরে বিশাল আকৃতির একটি অজগর পিটিয়ে মেরেছে গ্রামবাসী। মৃত অজগরটি প্রায় ৬ ফুট লম্বা, ওজন ১৫ কেজি।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ফেসবুকসহ মানুষের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চকউথুলী গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর।

জমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে একটি সাপ শুয়ে থাকতে দেখে তারা ভয় পান।

পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী  বলেন, মূলত ভয় পেয়ে মানুষ সাপটিকে মেরে ফেলেছে। পরে অজগরটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।