চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নিপীড়িত মানুষের পক্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও আব্দুর রব নাহিদসহ চার ব্যক্তির উপর হামলার ঘটনায় কিবরিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

  • গ্রেফতারকৃত কিবরিয়া (৩৮) হলেন, নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

 

 

  • নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দীন সিল্কসিটি নিউজকে জানান, সকালে মানিকাড়া গ্রামে ব্যবসায়ী টি ইসলামের পুকুরপাড়ে অবস্থিত পাহারাদারের জন্য নির্মিত টিনশেড ঘর থেকে কিবরিয়া ওরফে কিবরি কে গ্রেফতার করা হয়। সে নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 

পেশাগত দায়িত্ত্ব পালন কালে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ও খোলা কাগজের সাংবাদিক আব্দুর রব নাহিদসহ চার ব্যক্তির উপর (২৬ আগষ্ট) হামলার ঘটনায় রোববার (২৮ আগষ্ট) নাচোল থানায় দায়ের করা হয় মামলা। আজ শুক্রবার মামলার এজাহার নামীয় আসামী কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানাযায়।

স/অ