চাঁপাইনবাবগঞ্জে বিজিবি সদরের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নব সৃজিত ৫৯’ব্যাটালিয়নের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় অধিগ্রহনকৃত জমি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহদুদুল হাসান আনুষ্ঠানিকভাবে জমির দলিল ৫৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল রাশেদ আলীর নিকট হস্তান্তর করেন।
এ সময় বিজিবির রংপুর রিজিওনাল কমান্ডার ব্রি.জেনারেল সাইফুল ইসলাম, রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্ণেল মাহবুবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্ণেল আবুল এহসান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলামসহ বিজিবি, জেলা প্রশাসনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও অধিগ্রহণকৃত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৫ইং সালের ৩ ডিসেম্বর গঠিত ৫৯’বিজিবি ব্যাটালিয়ন বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের ৯’বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। নিজস্ব ব্যাটালিয়ন সদর স্থাপনের জন্য গোবরাতলা ইউনিয়নের হরিরামপুর মৌজায় প্রায় ৭৫ বিঘা ভূমি অধিগ্রহণ শেষে বৃহস্পতিবার জেলা প্রশাসন তা বিজিবির নিকট হস্তান্তর করল।
স/অ