চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্ত হত্যা বন্ধে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে শনিবার সকালে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত পিলার-৩৪/১এস এর নিকট হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ২ ঘন্টাব্যাপী আটরশিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

কমান্ডার পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধি দলের প্রধান হিসেবে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল সাজ্জাদ সরোয়ার, পিএসসির নেতৃত্ব দেন।

অন্যদিকে ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্টশ্রী রাজেশ কুমার।

পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি যেমন- সীমান্তে গুলি বর্ষণ না করা,
হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা ইত্যাদি সম্পর্কে সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।

সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন।

স/শা