চাঁপাইনবাবগঞ্জে ‘গ্রামীণ ট্রাভেলস’ এর উদ্যোগে ৫ হাজার বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

‘মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’- স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমানের মালিকানাধীন ‘গ্রামীণ ট্রাভেলস’ এর উদ্যোগে ৫ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ওষুধি চারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহরের বটতলাহাট পাউয়ার হাউস এলাকায় শতাধিক বৃক্ষ চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জোসনারা অটো রাইস মিলের পরিচালক মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল প্রমূখ।

উল্লেখ্য, এর আগে করোনার শুরু থেকেই প্রায় ৩০ হাজার কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এ বিশিষ্ট ব্যবসায়ী।