চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

 নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্টোর কিপার ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা গ্রামের মৃত আহসানুল হকের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন জনি (৩২)।

শিবগঞ্জ উপজেলার লাগাদ পাড়া এলাকার বাসিন্দা ও রীতা মেডিকেল সেন্টারের কর্মকর্তা মৃত সাদেকুল ইসলামের ছেলে মো. মোস্তাকিম (৩২)।

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও গোমস্তাপুর উপজেলার আলিনগর ২ নং ওয়ার্ডের মৃত কায়সার আলির ছেলে মো. মাসুদ করিম (৫০)।

মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হটাতপাড়া গ্রামের মৃত মনিমুল হকের ছেলে আসগর আলী (৪৪)।

নাচোলে কর্মরত ইবনে সিনার রিপ্রেজেনটিভ এর বাড়ি দিনাজপুর জেলার হাট ভাঙগি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. ইসাহাক আলী (২৭)।

বর্তমানে আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছে। কারো কোন উপসর্গ নেই। তাদের আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জন। তবে ইতোমধ্যে ৫৪ জন করোনাকে জয় করেছেন।

স/আর