রাজশাহীর দুই ল্যাবে নগরীর ৩০ জনসহ আরো ৪৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর দুইট ল্যাবে বুধবার আরো ৪৬ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে নগরীতে অবস্থান করছে ৩০ জন। এ নিয়ে রাজশাহী নগরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৯ জন। আর জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৬০ জন।

৪৬ জনের মধ্যে রামেক হাসপাতালের করোনা ল্যাবে ধরা পড়েছে ২৯জন এবং রামেক এর ল্যাবে ১৭জন।

রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শনাক্ত হওয়া ২৯ জন হলেন-

রামেক হাসপাতালের ডা. আবদুল (৫৬), ডা. অনিক (৩৮), ফরহাদ (৩০), সাদিদুজ্জামান (৬২), ফারুক (৩৮), সাত্তার (৫৪), আলম (৩৭), আরিফা (৩০), পারভিন (৪৮), নাসিম (২৭) এবং তুষার (২৭)। মিশন হাসপাতালে থাকা রোগীরা হলেন- সাবিনা (৩৬), সানিয়াত (৯) এবং আয়েশা (৩০)।

চন্দ্রিমা থানার কনসটেবল আল আমিন (৪৮), বোয়ালিয়ার আবদুল মান্নান (৪৩), আলমগীর ইসলাম (২৬), শহিদুল ইসালাম (৪১), তসলিমা খাতুন (৩২)।

শনাক্ত হওয়া নগরীর বাসিন্দারা হলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কাস (৭৬), শফিকুল (৪৪), শহিদুল আলম (৪৫), ১৩ নম্বরের ইমতিয়াজ (৫২), ১৮ নম্বরের শান্ত (৪৫), ১২ নম্বরের খালেদ (৪৪), ২২ নম্বরের শাহী মো. মনজুরুল আলম (৪০), ৩ নম্বরের আলমগীর (১৪), ১১ নম্বরের তাহমিনা খাতুন রুনা (২২), ২৭ নম্বরের রাশেদ (৩১), চন্দ্রিমার আল-আমিন (৪৮) এবং আবদুল মান্নান (৪৩)।

রামেক ল্যাবে করোনা শনাক্ত হওয়া ১৭ জন হলেন-

রাজশাহী নগরীর রফিকুল ইসলাম (৫৩) ও ডাক্তার শামীম আক্তার (৪০)। শামীম আক্তারের নমুনা গতকালক মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল। সেদিন তিনি পজিটিভ ছিলেন। আজকের প্রতিবেদনেও তিনি পজিটিভ।

চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাচোলের ইসাহাক আলী (২৭) ও মাসুদ করিম (৫০),

পাবনা সদরের ১৩ জন, মুক্তার আলী (৫৮), তাসলিমা (৬০), সজল (৩০), জীবন (৫২), মীর মাসুদ (৫০), ইতির ইসলাম (২৮), সোহেল (৩৮), মোমিন (৩৫), হাসানাত (৩৭), আবুল কালাম (৩৫), মমতাজ (৫০) ও মানিক।

স/রা