চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। আজ সোমবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বকরিপাড়া গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মোঃ সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫’র একটি দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর বকরিপাড়া গ্রামের জেএমবি সদস্য সেলিমের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ১ টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করে।

এঘটনায় সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আকন্দ গত ২০০৯ সালের ৬ আগষ্ট আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য প্রমানাদি শেষে আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ এর বিজ্ঞ বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান অস্ত্র আইনের ১৯(A) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।

স/শ