চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি পদ্মা ক্লিনিকে চিকিৎসকের অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে শহরের পদ্মা কিèনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা শাকিল আহম্মেদ জানান, নবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফার্ড করা তার প্রস্যুতি স্ত্রী মুক্তা বেগমকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পদ্মা ক্লিনিকে ভর্তি করেন। ভর্তি শেষে সিজারিয়ানের জন্য ঔষুধপত্র কিনে দেয়া হয় ক্লিনিক কর্তৃপক্ষকে। কিন্তু ক্লিনিকের ডাঃ মোঃ খাইরুল ইসলাম প্রস্যুতির সিজার না করে প্রায় ৩ ঘণ্টা সময় ক্ষেপন করেন। আর এ কারনে নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় নবজাতকের আত্মীয়-স্বজন উত্তেজিত হলে ক্লিনিকের ম্যানেজার, চিকিৎসক ডাঃ মোঃ খাইরুল ইসলাম ও নার্সরা পালিয়ে যায়।

তবে, পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নন ডিপ্লোমা নার্স মরিয়ম খাতুন জানান, প্রস্যুতির ওজন বেশী হবার কারণে অজ্ঞান ছাড়া সিজার করা যাচ্ছিল না, আর এ সময়ের মধ্যে প্রস্যুতি মৃত বাচ্চা প্রসব করে।

এ ঘটনায় নবজাতকের বাবা আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগটি আমলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মনজুর রহমান।

স/অ