চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা নিয়েছেন ১৯ হাজার ২৮৯ জন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: সারাদেশে একযোগে উদ্বোধনের প্রথম ২৬ দিনে ১৯ হাজার ২৮৯ জন করোনা টিকা নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণকারী ব্যক্তি ও নিবন্ধনকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৫ উপজেলায় এসব টিকা নিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ২৬ হাজার ১৬২ জন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২৪ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০৮ জন, যা প্রায় ৯৮ শতাংশের বেশি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

তিনি আরো বলেন, জেলায় এখন চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগী রয়েছেন। আক্রান্ত রোগীর একজন সদর উপজেলার ও অন্যজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই মুহূর্তে কোন করোনা আক্রান্ত রোগী নেই বলে জানান তিনি।

সিভিল সার্জন অফিস জানায়, টিকা গ্রহীতাদের মধ্যে সর্বোচ্চ রয়েছেন সদর উপজেলায় ৯ হাজার ১৯৫ জন। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৫ হাজার ১২৫ জন, গোমস্তাপুরে ২ হাজার ৭৬ জন, নাচোলে ১৫২৯ জন এবং ভোলাহাট উপজেলায় ১ হাজার ১৭৯ জন টিকা নিয়েছেন।

অন্যদিকে, জেলায় নিবন্ধনকারীদের মধ্যে করোনা টিকা গ্রহণের হার প্রায় ৭৪ শতাংশ। টিকা গ্রহণের মতো নিবন্ধনকারীর সংখ্যাও সবচেয়ে বেশি সদর উপজেলায়। এ উপজেলায় নিবন্ধন করেছেন ১২ হাজার ১৭৯ জন। টিকা গ্রহণের হার ৭৫ শতাংশ। শিবগঞ্জ উপজেলায় নিবন্ধন করেছেন ৭ হাজার ১৯৫ জন, গ্রহণের হার ৭১ শতাংশ। গোমস্তাপুর উপজেলায় ৩ হাজার ৬৬৭ জন নিবন্ধন করেছেন, এদের মধ্যে ৭৪ ভাগ টিকা গ্রহণ করেছেন। নাচোলে ১ হাজার ৫২৯ জনের নিবন্ধনের বিপরীতে টিকা গ্রহণের হার ৭০ শতাংশ। ভোলাহাট ১ হাজার ৫৯২ জন নিবন্ধন করেছেন ও টিকা নিয়েছেন ৭৪ শতাংশ মানুষ। উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখ থেকে করোনা টিকা দেয়া শুরু হয়।

স/জে