চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই জেএমবি কারাদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবির দুই সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২’র বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে মমিন ও ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের রুহুল আমীনের ছেলে রবিউল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদী বইসহ শিবগঞ্জ উপজেলার কানসাট খড়গপুর থেকে মমিনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৬ জুন গভীর রাতে ভোলাহাট উপজেলার মুশরিভুজার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় রবিউল ইসলামকে।

এসময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি শুটারগান, তিন রাউন্ড গুলি ও গুলি তৈরীর উপকরণ।

এব্যাপারে ভোলাহাট থানায় দুই জনকে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন, এসআই মিজানুর রহমান। ওই বছরের ১৬ জুলাই আদালতে মামরার অভযিোগ পত্র দাখিল করা হয়। মামলায় ১২ জনের স্বাক্ষগ্রহণ শেষে আদালত উভয়কে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, চাঁপাইনবাবগঞ্জে পাবলিক প্রসিকিউটর জবদুল হক।

স/আ