চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সংগ্রহশালার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ১৯০৩ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইতিহাস ঐতিহ্যর সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌর ভবনে এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে সংগ্রহশালা উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র, পৌর নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, আমিনুল ইসলাম সেন্টু, আব্দুল হান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন- সদর আসনের সাবেক সাংসদ ও সাবেক পৌর চেয়ারম্যান লতিফুর রহমান, প্যানেল মেয়র সাইদুর রহমান, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, মতিউর রহমান, মইদুল ইসলাম, জাহাঙ্গীর কবীর, এনামুল হক, মাসকুরা বেগম, পৌর সচিব মামুনুর রশিদসহ গণ্যমান্যরা।

বক্তারা পৌর এলাকার অতীত ও অতীতে এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। যারা এই পৌরসভা গড়ে তুলতে অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তারা বলেন, পথ চলতে শুরু করা সংগ্রহশালাকে সমৃদ্ধ করা হবে। আধুনিক জাদুঘরের আদলে গড়ে তোলা হবে। এটি দেখেই যেন চাঁপাইনবাবগঞ্জের কৃষ্টি, ইতিহাস, সংস্কৃতিকে চেনা যায় তেমনভাবে গড়ে তোলা হবে।

উল্লেখ্য, পৌর ভবনের নিচতলায় একটি কক্ষে শুরু হওয়া সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন দলিল, পুরস্কারের রেপ্লিকা, আগের মেয়র ও চেয়ারম্যানদের ছবি, পৌরসভার ব্যবহৃত প্রাচীন বিভিন্ন যন্ত্রপাতি স্টেশনারী সামগ্রী, যানবাহন প্রমুখ।

স/রি